ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৮-০১ ০০:৪৭:০১

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত ৩০শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনীতে মৎস্য চাষীদের পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা পরিষদের হলরুমে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মেহেরুন্নাহার।
  এ সময় উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ সাইফুন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, ক্ষেত্র সহকারী মোঃ ইব্রাহিম আলী, প্রিয়া রানী দাস ও মৎস্য খামারী মোঃ সাজেদুল ইসলাম সাচ্ছু, মৎস্য খামারী মাহী ট্রেডার্সের পক্ষে মোঃ হাসিব হাসান, মৎস্য চাষী মোঃ জিয়াউর রহমান, মোঃ মোসাদ্দেক আলী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
  আলোচনা শেষে উপস্থিত মৎস্য চাষী ও মৎস্য খামারী হিসেবে মফিজ উদ্দিন, অলোক কুমার বিশ্বাস ও পিয়াস ফকির ৩জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ