ঢাকা রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
বালিয়াকান্দিতে শেখ কামাল ও বঙ্গমাতার জন্মবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৮-০১ ০০:৪৮:২০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে জুলাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

  এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল আলম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু ও বালিয়াকান্দি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

 রাজবাড়ী-২ আসনের হাত পাখার প্রার্থীর মোটর সাইকেল শোডাউন
দৌলতদিয়া থেকে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ওসমান র‌্যাব কর্তৃক গ্রেপ্তার
গোয়ালন্দের উজানচর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
সর্বশেষ সংবাদ