ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে নিয়ে মতবিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-০৩ ১৩:৫৪:১৮

এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে নিয়ে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।

  গতকাল ২রা আগস্ট সকালে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াছমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান ও বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা। 

 এ সময় সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

  সভায় বক্তাগণ এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ভবিষ্যতে যাতে ভালো ফলাফল হয় সে সব বিষয় উল্লেখ করে বক্তাগণ আলোচনা করেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ