রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত দুস্থ ও অসহায় প্রায় ২০০ পরিবার মাত্র ১০টাকায় বিনিময়ে পেয়েছে ব্যাগ ভর্তি বাজার। শুনতে অবাক লাগলেও এমন আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
গতকাল ৩রা আগস্ট দিনব্যাপী রাজবাড়ী শহরের রত্না কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের সহযোগিতায় ১০টাকায় ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় বাজারের ব্যবস্থা করে ফাউন্ডেশনটি। ১০টাকার টোকেন নিয়ে অসহায় দুস্থ মানুষেরা নিজের চাহিদা মতো বাজার করেন। প্রতিমাসে একদিন গরীবের সুপার শপ বসবে বলে জানা গেছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক উপস্থিত ছিলেন।
সরেজমিনে ১০ টাকার বাজার ঘুরে দেখা যায়, সেখানে ভোজ্যতেল এক লিটার ৪ টাকা, দুই কেজি ওজনের মুরগী ৬ টাকা, এক কেজি চাল ১ টাকা, দেড় হালি ডিম ১ টাকা, একটি লুঙ্গি ১ টাকা, এক জোড়া জুতা ১ টাকা, দুই কেজি আটা ২ টাকা, এক কেজি লবন ১ টাকা, এক কেজি মসুর ডাল ৩ টাকা, এক কেজি ছোলা ২ টাকা, এক কেজি বুটের ডাল ২ টাকা, এক কেজি আলু ১ টাকা, একটি লাউ ১ টাকা, এক কেজি মিষ্টি কুমড়া ১ টাকা ও পাঁচ প্যাকেট বিস্কুট ১ টাকায় বিক্রি করা হচ্ছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের তদারকিতে ১০ টাকার বাজারে চলছে অস্বচ্ছল, বয়স্ক পুরুষ ও নারীদের কেনাকাটা। মূলত দুস্থদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় প্রতি মাসে একবার এই বাজারের আয়োজন করবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মাদ জামাল উদ্দিন বলেন, রাজবাড়ীর প্রায় ২শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার মাত্র ১০ টাকায় যে পণ্যগুলো কিনতে পারবেন তার বাজার দর প্রায় ৬শ থেকে ৭শ টাকা হলেও তাদের পণ্য বাছাই করে নিজেই কেনার স্বাধীনতা তৈরী করতে এ ধরণের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এটি একটি প্রশংসনীয় ও মানবিক কাজ। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। রাজবাড়ীর সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ আয়োজন সত্যি প্রশংসনীয়। পাশাপাশি এই ফাউন্ডেশন জেলায় একটি এতিমখানা পরিচালনা করে যেখান থেকে এতিম বাচ্চারা সকল সুযোগ সুবিধা নিয়ে পড়ালেখা করছে। জেলা প্রশাসন তাদের এ ভালো কাজের পাশে আছে।