মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় রাজবাড়ীতে ১৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করেছে জাতীয় মহিলা সংস্থা।
গতকাল ৩রা আগস্ট সকাল ১১টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী নারীদের হাতে এসব চেক তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আবু জাফর ও প্রশিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকের মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। তারা আজ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হতে পেরেছে। তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
তানিয়া সুলতানা কংকন জানান, রাজবাড়ী জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ইন্টোরিয়ন ডিজাইন ও ইভেন ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স ট্রেডে ১৫০ জন নারীকে ৪মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ প্রশিক্ষণে তারা সফল হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে যাতায়াত ভাড়া বাবদ ১০০ জনকে জনপ্রতি ১২হাজার টাকা ও ৫০ জনকে ৬হাজার টাকা করে প্রদান করা হয়।