দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল ৪ঠা আগস্ট বিকেলে শহরের জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলমের সভাপতিত্বে সমাবেশে এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ লিয়াকত আলী বাবু ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।
এ ছাড়াও সমাবেশে পৌর বিএনপির সদস্য সচিব জহির রাজ, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু ও জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বক্তব্য দেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
বক্তারা বলেন, এই ফ্যাসিস্ট সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে সাজা দিয়েছে। এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে। এই মুহুর্তে এই অন্যায় সাজা প্রত্যাহার করতে হবে।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী দুলাল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, পাংশা উপজেলা বিএনপির আহ্বায়ক চাঁদ আলী খানসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯বছর কারাদন্ড ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে ৩বছরের কারাদন্ড দিয়েছে আদালত।