রাজবাড়ী শহরের লক্ষীকোল রাজারবাড়ী এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা খোন্দকার হেলাল উদ্দিনের ছোট ভাই অবসরপ্রাপ্ত রেলওয়ের ড্রাইভার খোন্দকার নুরুল হক(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৩রা আগস্ট বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল ৪ঠা আগস্ট বাদ জুম্মা লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সাবেক কমিশনার মোঃ শাহজাহান, মরহুমের বড় ভাই মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ছোট ভাই আব্দুল হক ও মরহুমের বড় ছেলে মোক্তার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাযার নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন।
জানাযা শেষে লক্ষীকোল নতুন গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ ভাই ও ২ বোনসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
রাজবাড়ী বাজারের প্রবাসী হার্ডওয়ারের মালিক আব্দুল হক জানান, তার মেঝো ভাই খোন্দকার নুরুল হক গত ২৬শে জুলাই বিকালে বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হলে গত ৩১শে জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেয়। এরপর ওই দিনই তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসককে দেখানো হয় এবং ওই হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকেন। পরদিন চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে ঢাকায় তার ভাগ্নির বাসায় উঠেন তিনি। গত ২রা আগস্ট দিনগত ভোরে তিনি আবারো বুকের ব্যাথায় অসুস্থ হয়ে যান। এরপর আশংকাজনক অবস্থায় তাকে পুনরায় ল্যাব এইড হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। পরে সেখান থেকে তাকে সিসিইউতে রাখা হলে গত ৩রা আগস্ট বিকাল সোয়া ৪টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন তার ভাই নুরুল হকের কিডনী ও ফুসফুস একেবারেই অকেজো হয়ে গিয়েছিল।
স্থানীয়রা জানান, নুরুল হক একজন সাদা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।