ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
কালুখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-০৭ ০৩:৩৮:৫৯

পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা করার অপরাধে গতকাল ৬ই আগস্ট রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিকয়া বাজারে ২টি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  প্রতিষ্ঠান দুটি হলো- নাদের স্টোর ও বিশ্বাস ফার্মেসী। এর মধ্যে পণ্যের মোড়ক ব্যবহার ও মোড়কজাতকরণ সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা করার অপরাধে নাদের স্টোরকে ২হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা করার অপরাধে বিশ্বাস ফার্মেসীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

  গতকাল ৬ই আগস্ট সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ
 পাংশায় ভোক্তার অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
 কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ