ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
বালিয়াকান্দির জঙ্গলে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৮-১০ ১৫:৪০:৩৮

 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বিএনপিকে জনগণের কাছে গিয়ে মাফ চেয়ে বলতে হবে আপনারা আমাদের ভোট দিন। তা না করে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে গিয়ে ক্ষমতায় বসার আবেদন করছে। আপনারা জনগণের কাছে আসুন, মানুষের সেবা করুন তাহলে আর রাষ্ট্রদূতদের কাছে ঘুরতে হবে না।

  গতকাল ১০ই আগস্ট বিকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

  তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে তাই বিএনপির আন্দোলনে মানুষ নেই। তাই বিএনপি বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ঘুরছে। তারা ভাবছে সেই রাষ্ট্রদূতরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। 

  তিনি বলেন, আমি এক বিএনপি নেতাকে জিজ্ঞাসা করেছিলাম দেশে যদি অন্তবর্তীকালীন সরকার আসে তাহলে কি খালেদা জিয়া ক্ষমতা পাবে? সে বলেছিল না আমাদের মাঝে তেমন কেউ নাই। তাহলে কে হবে তারা বলেছিল শেখ হাসিনা ছাড়া আর যোগ্য কেউ নাই।

  এমপি জিল্লুল হাকিম আরো বলেন, আপনারা ভোট দেওয়ার পাশাপাশি এবার মানুষকে দেশের উন্নয়ন সম্পর্কে বুঝান। বিএনপির উন্নয়ন শুধু মাত্র গাছে আর খাম্বায়। এটা সবাইকে বোঝাতে হবে।

  জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, সহ-সভাপতি ডাঃ অপূর্ব রায় ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজীব বক্তব্য রাখেন।

  এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান টিটো চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ