রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের পৃথক অভিযানে গত ১২ই আগস্ট রাতে হেরোইন ও ইয়াবাসহ ৫জন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার কাজী আরিফের স্ত্রী রোজী বেগম, একই এলাকার জাহিদ শেখের স্ত্রী হেলেনা আক্তার, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর(সূর্যনগর) এলাকার খালেক মোল্লার ছেলে জাকারিয়া ওরফে বিদ্যুৎ, একই এলাকার শহিদ মোল্লার ছেলে হাসান মোল্লা ও গোয়ালন্দ উপজেলা উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের তারোক প্রামানিকের ছেলে মনির প্রামানিক।
থানা পুলিশ সূত্র জানায়, গত ১২ই আগস্ট দিনগত রাতে উত্তর দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকা থেকে ৫০গ্রাম হেরোইনসহ রোজী বেগম ও হেলেনা আক্তারকে, দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ জাকারিয়া ও হাসান মোল্লা এবং দৌলতদিয়া যৌনপল্লীর ভেতর থেকে ৩০পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত রোজী বেগমের বিরুদ্ধে ৯টি, হেলেনা আক্তারের বিরুদ্ধে ২টি, জাকারিয়ার বিরুদ্ধে ১টি ও মনির প্রামানিকের বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে নতুন মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।