ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
ডেঙ্গু রোগী রাড়লেও এডিস মশা নিধনে নেই তৎপরতা রাজবাড়ী পৌরসভার ১৩টি ফগারের মধ্যে ১০টি অচল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-১৪ ১৬:১৬:০৭

 রাজবাড়ী জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এডিস মশা নিধনে পৌরসভার নেই তেমন কোন তৎপরতা।

  ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী পৌরসভা কর্তৃপক্ষ যেনো একেবারে উদাসীন। গত ২৪ ঘন্টায়ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬২ জন রোগী। 

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।   

  এছাড়াও চলতি বছরের জানুয়ারী মাস থেকে গতকাল ১৪ই আগস্ট পর্যন্ত জেলায় মোট ৬৩৯জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৭৭ জন রোগী।

  সরেজমিনে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডেই ড্রেনেজ ব্যবস্থা খারাপ। ড্রেনের মধ্যে দীর্ঘদিনের পানি জমে আছে। ময়লা আবর্জনা দিয়ে ড্রেন ভরে যাওয়ায় পানি প্রবাহ হতে পারছে না। এছাড়াও বৃষ্টি হলে রাস্তাঘাটে দীর্ঘদিন পানি জমে থাকছে। এর ফলে সেখানেও ডেঙ্গু মশা বংশ বিস্তার করছে।

  স্থানীয়রা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে পৌরসভার তেমন কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট সংস্কার হয়নি। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। এছাড়াও বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়াতেও ডেঙ্গু মশা নিধনে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

  পৌর কর্তৃপক্ষের দাবী, মশা নিধনে বাজেট স্বল্পতা ও ওষুধ ছিটানো ফগার মেশিন সংকট রয়েছে। তারপরও নিয়মিত ওষুধ ছিটানো কার্যক্রম চলমান রয়েছে।

  জানা গেছে, রাজবাড়ী পৌরসভার ১৩টি ফগার মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র ৩টি, যা জেলা শহরের অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ ৯টি ওয়ার্ডের জন্য অপ্রতুল বলছেন বাসিন্দারা।

  পৌরসভার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা গ্রামের জমিদার সড়কের বাসিন্দা মারুফ, সাগর, কুতুবউদ্দিন, চন্দনা, সাইফুলসহ আরও কয়েকজন বলেন, আমাদের বাড়ীর সামনে ড্রেন ভরে যাওয়ায় পানি রাস্তার ওপর উঠে এসেছে। দীর্ঘদিন ধরে বাড়ীর সামনে ড্রেনের নোংরা পানি জমে থাকে। পৌরসভার মেয়রকে বিষয়টি জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। পানি জমে থাকার ফলে এখানে ডেঙ্গু মশার বংশ বিস্তার হচ্ছে। আমরা মশার অতিষ্টে রাতে ঘরে থাকতে পারি না। এছাড়া মশা নিধনে আমাদের এলাকায় পৌরসভার পক্ষ থেকে ঔষধ দেওয়া হয়নি।

  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলের ভবনের পাশেই অর্থাৎ হাসপাতালের পিছনে একটি বড় নালা রয়েছে। দীর্ঘদিন ধরে এই নালাতে পানি জমে থাকে। পচা গন্ধ বের হয়। আমাদের ক্লাস চলাকালীন সময়ে জানালা বন্ধ না রাখলে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যাই। আমাদের অনেক সহপাঠী এখান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

  কাজীকান্দা এলাকার বাসিন্দা সবুজ বলেন, আমাদের এলাকায় কবে মশা নিধনে ঔষুধ দেওয়া হয়েছে তা মনে নেই। বর্তমানে ডেঙ্গু মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোন তৎপরতা চোখে পড়েনি। এলাকার রাস্তা ঘাট, ড্রেন অপরিষ্কার। মশার উৎপাতও অনেক। মশার ভয়ে দিনের বেলাতেও জানালা বন্ধ রাখতে হয়।

  এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, মশা নিধনের জন্য আমাদের আপাতত কোন বাজেট নেই। পৌরসভার ১৩টি ফগার মেশিনের মধ্যে ১০টি নষ্ট। তিনটি মেশিন চালু থাকায় তা দিয়ে কাজ চালানো হচ্ছে। বাজেট না থাকায় চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আমি ঔষুধ এনে মশক নিধনের কাজ করতে। তবে মশা নিধন কার্যক্রম চলমান আছে এবং থাকবে। এখন রুটিন করে একেকদিন একেক ওয়ার্ডে ওষুধ ছিটানো হচ্ছে।

 

 

পিলখানা হত্যাকান্ডের পুনঃ বিচার ও চাকরী পুনর্বহালের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
রাজবাড়ীতে দিনব্যাপী উত্তম মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
সর্বশেষ সংবাদ