দীর্ঘ ৮ মাস পর হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলার কালুখালী থানার পুলিশ। গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে কালুখালী থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান তার অফিস কক্ষে মোবাইল ফোনটির মালিক কালিকাপুর ইউনিয়নের সাতটা গ্রামের মোঃ আকরামের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, ৮মাস পূর্বে আকরামের মোবাইলটি হারিয়ে গেলে সে কালুখালী থানায় একটি জিডি করে। থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টির তদন্ত করে জয়পুরহাট জেলার সদর থানা এলাকা থেকে মোবাইলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।