জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল ১৬ই আগস্ট দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৫২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আজম মন্ডল ও সংরক্ষিত মহিলা সদস্য সফুরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাথে শাহাদত বরণকারী পরিবারের সকল সদস্যকে স্মরণ করে বলেন, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা দেশ পুনর্গঠনে পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে প্রতিটি সেক্টরে নারীর ক্ষমতায়ন করেছেন। যার কারণে আজকে পুরুষের পাশাপাশি দেশের প্রতিটি সেক্টরে নারীরা সমানভাবে কাজ করছে। যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে ও দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সেই বিষয়টিকেই অগ্রধিকার দিয়ে রাজবাড়ী জেলা পরিষদ জেলার দুস্থ নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যে সেলাই মেশিন বিতরণ করছে সেটির দ্বারা উপার্জিত অর্থের মাধ্যমে তারা উপকৃত হবে ও তার পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে বলে আমরা মনে করি।
তিনি তার বক্তব্যে জেলার সকল নারীদের দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যার যার অবস্থান থেকে অংশগ্রহণের আহ্বান জানান।
পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ জাতির পিতা ও তার পরিবারের সকল শাহাদত বরণকারী শহীদদের স্মরণ করে বলেন, আজকে রাজবাড়ী জেলা পরিষদ জাতীয় শোক দিবসে জেলার অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি একটি ভালো উদ্যোগ। আমরা সকলে যদি যার যার অবস্থান থেকে জেলার সাধারণ মানুষের জন্য কাজ করি তবে আমি মনে করি আমরা এক সময় সকল সেক্টরে সর্বোচ্চ উন্নয়ন করতে পারব। আর সেই জন্য আমি যেদিন থেকে রাজবাড়ী জেলায় যোগদান করেছি সেদিন থেকে রাজবাড়ী আমার জেলা। আর আমি আপনাদেরই একজন মানুষ। যেকোন প্রয়োজনে এ জেলার প্রতিটি মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা। আমি যতদিন এই জেলায় পুলিশ সুপার হিসেবে থাকব ততদিন সকলের সাথে সকল ভালো কাজের সাথে থাকতে চাই। যাতে এই জেলাকে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল সেক্টরে দেশের মধ্যে একটি রোল মডেল জেলায় রূপান্তর করতে পারি। এছাড়াও তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা ভালো রাখাসহ মাদক নিয়ন্ত্রণে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে তার আদর্শকে ধারণ করে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারমান হিসেবে আমার যতটুকু সামর্থ সেইটুকু দিয়ে এই জেলার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার বা আমার মত জেলা পরিষদের চেয়ারম্যান কেউই একই জায়গায় স্থায়ী হয়ে সারা জীবন থাকবো না। পদ স্থায়ী হলেও ব্যক্তি কিন্তু স্থায়ী নয়। সুতরাং আমাদের সকলেই উচিত যার যার অবস্থান থেকে দেশের অসহায় ও দুস্থ মানুষসহ সেখানকার জনসাধারণের কল্যাণে সততার সাথে কাজ করা। যাতে আমরা যখন থাকব না তখনও এলাকার মানুষ আমাদের দায়িত্ব পালনের কথা মনে রাখে। তিনি দেশের কল্যাণে সাধারণ মানুষের পাশে থেকে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে জেলার ৫টি উপজেলার ৫২ জন দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৫২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।