ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
মাদারীপুর-ফরিদপুর সড়কে বাসের মধ্যে ডাব খেয়ে যাত্রী অচেতন॥টাকা-মোবাইল ছিনতাই
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-১৭ ১৬:০৫:৩৬

মাদারীপুর-ফরিদপুর সড়কে যাত্রীবাহী শাহ ফরিদ বাসের মধ্যে গতকাল ১৭ই আগস্ট বিকালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল খুইয়েছেন এক ব্যক্তি। ভুক্তভোগীর নাম ও পরিচয় পাওয়া যায় নি। তবে তার বাড়ী রাজবাড়ী জেলায় বলে জানা গেছে।

  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিটি মাদারীপুর থেকে রাজবাড়ী আসবে। কিন্তু মাদারীপুর থেকে রাজবাড়ীর সরাসরি বাস না থাকায় তিনি ফরিদপুরে আসার জন্য শাহ ফরিদ নামের একটি বাসে ওঠেন। বাসে ওঠার পর ৫০ টাকা দিয়ে বাসের মধ্যে থেকে একটি ডাব কেনেন। ডাব খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লে পাশের যাত্রীটি তার টাকা-মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভূক্তভোগী ব্যক্তিকে শাহ ফরিদ বাসের সুপারভাইজার চিকিৎসার জন্য ফরিদপুরের আদ-দ্বীন হসপিটালে এনে ভর্তি করে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ