রাজবাড়ী জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মোট ৮১ জন রোগী।
গতকাল ১৭ই আগস্ট এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় জেলায় ১৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ১২জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া চলতি বছরের জানুয়ারী মাস থেকে গতকাল ১৭ই আগস্ট পর্যন্ত জেলায় মোট ৭২২ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬৪১ জন রোগী।