জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন ১ম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২য় ও নারুয়ার লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে একই স্থানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার এবং একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেনসহ অংশ গ্রহণকারী মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।