ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে পদ হারালো ছাত্রলীগের চার নেতা
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-২১ ১৪:৫৭:৩২

 জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় রাজবাড়ীতে ছাত্রলীগের ৪জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।

  গতকাল ২১শে আগস্ট রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

  অব্যাহতি প্রাপ্তরা হলো, বালিয়াকান্দি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি খান, গোয়ালন্দ পৌর শাখার প্রচার সম্পাদক নাফিজ কবির শিশির, রাজবাড়ী পৌর ছাত্রলীগের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুদ্র মাহাম্মুদ।

  বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার স্ব-স্ব সাংগঠনিক পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো। 

  এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, জামায়াত নেতা ও মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশের জের ধরেই ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠনের কোন নেতাকর্মী যদি যুদ্ধপরাধীদের পক্ষ নিয়ে লেখালেখি করে এবং সে যদি আমার আপন ভাইও হয় তাহলে তাকেও ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হবে।

 
ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ