ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে চরাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব
  • হেলাল মাহমুদ
  • ২০২৩-০৮-২৬ ১৫:০১:২২

 রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পদ্মা নদীর উড়াকান্দা, গোপালবাড়ী, বরাট অন্তারমোড় এলাকার চরাঞ্চলে বেড়েছে রাসেল ভাইপারসহ বিষাক্ত সাপের উপদ্রব। বর্ষা মৌসুমে অন্যান্য বছরের চেয়ে এসব এলাকায় পাট জাগ দিতে গিয়ে বিভিন্ন সাপের উপদ্রব দেখতে পাচ্ছে কৃষকরা। প্রতিদিন সকালে বিকালে মাঠে ঘাটে কাজ করতে গিয়ে তারা সাপের দেখা পাচ্ছে।

  সরেজমিনে গত ২৫শে আগস্ট  বিকালের  দিকে  রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, গোপালবাড়ী ও বরাট এলাকার কৃষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

  সদর উপজেলার উড়াকান্দা এলাকার কৃষক দুলাল সেখ বলেন, নদীর পাড়ে আমাদের বাড়ী, এজন্য আমাদের বেশি সমস্যা। এখানে বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে। ফলে মাঠে পাট জাগ দিতে গিয়ে বিভিন্ন ধরণের সাপের দেখা পাওয়া যাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  গোপাল বাড়ী এলাকার কৃষক জলিল মাতব্বর বলেন, পানির বাড়ার সাথে সাথে সাপের উপদ্রব বাড়ে। পানির সাথে বিভিন্ন স্থান থেকে সাপ আসে যে কারনে আমাদের সবাইকে আতঙ্কে থাকতে হয়।

  বারটের অন্তার মোড় ভাঙ্গা এলাকার কৃষক নবু খাঁ বলেন, সেদিন জেলেদের দেখলাম পদ্মা নদীতে মাছ মারতে গিয়ে জালে কয়েকটা সাপ পেয়েছে। সাপগুলো দেখতে ভিন্ন ভিন্ন রঙ্গের। রাসেল ভাইপার নাকি কি জানি বলে এ সাপ গুলোকে।

  এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ হান্নান বলেন, আমাদের হাসপাতালে সাপে কাটা রোগীর টিকার প্রতিষেধক নতুন করে আনা হয়েছে। তবে আমরা সবাইকে অনুরোধ করবো কোন মানুষকে যদি সাপে কাটে তাহলে তাকে অন্য কোথাও না নিয়ে হাসপাতালে যেন সাথে সাথে নিয়ে আসেন। এখান থেকেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 
গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ