রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ খালেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৯শে আগস্ট বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ কামরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবর শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সদস্য সচিব জহির রাজ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নোমান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত নেতার বড় পুত্র এম এ খালেদ পাভেল ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আঃ সালাম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান লাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী মোল্লা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল জামান খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এডঃ রুমা, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধা, ছোট ভাকলা ইউনিয়নের সভাপতি মিরাজ উদ্দিন, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বাবুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত নেতা এডঃ এম.এ খালেকের জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।