ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
পাংশায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৮-২৯ ১৫:২৪:১৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ২৯শে আগস্ট ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

  সভা শেষে জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ যথাযথভাবে বাস্তবায়নে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।

  অনুষ্ঠানে জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এস.এম কাওছার।

  মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসার প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ