রাজবাড়ী জেলা সদর হাসপাতালে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় ৮বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ ৩জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে(সিআইডি) আদেশ দিয়েছেন।
গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ীর ১নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন মৃত শিশু মোস্তাকিম বিশ্বাসের মা কাকলী খাতুন।
মোস্তাকিম গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকীপাড়া গ্রামের মুন্নু বিশ্বাসের ছেলে।
মামলার আসামীরা হলো- রাজবাড়ী সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ তাপস চন্দ্র মন্ডল(৩৮), এনেসথেশিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইকরামুল করিম উল্লাস(৪২) ও রাজবাড়ী সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ক্লিনিকের ম্যানেজার সদর উপজেলার চরনারায়নপুর এলাকার মোঃ আতাউর মন্ডল(৪০)।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪শে আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কাকলী খাতুন তার ৮বছর বয়সী ছেলের টনসিলের সমস্যা নিয়ে রাজবাড়ী মেডিকেল সেন্টারে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ তাপস মন্ডলের কাছে যান। তিনি রোগীর স্বাস্থ্য পরীক্ষার পর অপারেশন করার পরামর্শ দেন এবং বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন। এ সময় পার্শ্ববর্তী ডিজিটাল ক্লিনিকের ম্যানেজার আতাউর মন্ডল কাকলী খাতুনকে তার ক্লিনিকে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি কম খরচে ওই ডাক্তারকে দিয়ে অপারেশন করিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন। এ জন্য আতাউর মন্ডল কাকলী খাতুনের কাছ থেকে অপারেশনের খরচ বাবদ সাড়ে ৬ হাজার টাকাও গ্রহণ করেন।
আতাউরের কথা মত কাকলী খাতুন তার ছেলে মোস্তাকিমকে নিয়ে গত ২৮শে আগস্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতালে যায় এবং জরুরী বিভাগ থেকে টিকিট নিয়ে বহির্বিভাগে ডাঃ তাপস চন্দ্র মন্ডলকে দেখান। ডাঃ তাপস রোগীর অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে বলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরদিন ২৯শে আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মোস্তাকিমকে সদর হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে শিশু মোস্তাকিমের টনসিল আপারেশন করা হয়। অপারেশনের আগে ডাঃ তাপস কাকলী খাতুনকে বলেন, ৩০-৩৫ মিনিটের মধ্যেই তার ছেলের অপারেশন শেষ হবে এবং তার ছেলেকে বেডে দেওয়া হবে। এরপর ৩ থেকে ৪ ঘন্টা পার হয়ে গেলেও রোগীর জ্ঞান না ফেরায় ডাক্তাররা অপারেশন থিয়েটারে কালক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে রাত ৯টার দিকে রোগীকে সংজ্ঞাহীন অবস্থায় অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। পরে তাকে ফরিদপুরে রেফার করা হয়। শিশু মোস্তাকিমকে তার আত্মীয়-স্বজন তাকে প্রথমে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে তারা রোগী গ্রহণ না করে ফেরত পাঠায়। এরপর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর থেকে ঢাকা নেয়ার পথে রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় পৌঁছালে রোগী মোস্তাকিম মারা যায়।
এ বিষয়ে মৃত শিশু মোস্তাকিমের মা কাকলী খাতুন বাদী হয়ে গতকাল ৩রা সেপ্টেম্বর রাজবাড়ীর ১নম্বর আমলী আদালতে দন্ড বিধির ৩০৪/৩০৪(ক)/১৬৮/১৯৮/৩৪ ধারায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুমন হোসেন মামলাটি তদন্তের রাজবাড়ী সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মোস্তাকিমের মা মামলায় অভিযোগ করেন, অপারেশনের সময় মোস্তাকিমের শরীরে উচ্চ মাত্রায় ব্লাড সুগার থাকায় এবং অজ্ঞানের জন্য মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে তার ছেলের মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান বলেন, টনসিলের সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশুটিকে ফরিদপুরে রেফার করা হয়েছিল। তবে শিশুটির মৃত্যুর খবর আমার জানা নেই।