রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের জান্নাতুল নেছাকে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ীতে ডেকে এনে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে মামলা করতে চাওয়ায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
গতকাল ৩রা সেপ্টেম্বর দুপুরে এ হত্যা মামলার আরো ৩জন আসামীকে গ্রেফতারের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার বলেন, ভিকটিম জান্নাতুল নেছা ডিভোর্সি। সে তার তিন বছরের সন্তান নিয়ে বাবার বাড়ীতে থাকতো। ফেসবুকে বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলতো। ফেসবুকের মাধ্যমে মামলার ১নং আসামী মাহফুজ মন্ডলের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত ৫ই জুলাই রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুলকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে বের করে নিয়ে আসে মাহফুজ। এ সময় সে মাহফুজকে দেখে অপছন্দ করে। কারণ সে প্রতিবন্ধী। পরে মাহফুজের সাথে থাকা রবিউল জানায় যে ফেসবুকে জান্নাতুল তার সাথে কথা বলেছে। পরে মাহফুজ, রবিউলসহ আরও দুইজন জান্নাতুলকে নিয়ে একটি পাটখেতের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং পরিকল্পনা অনুযায়ী দলবদ্ধ হয়ে তাকে গণধর্ষণ করে। তখন জান্নাতুল তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করবে বলে জানালে তারা জান্নাতুলকে শ্বাসরোধ করে হত্যা করে পাটখেতের মধ্যে রেখে পালিয়ে যায়। তাদের ধারণা ছিলো পাটক্ষেতের ভেতর কেউ আসবে না, রাতে কুকুর শেয়াল খেয়ে ফেলবে কেউ আর বুঝতে পারবে না।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আমরা নিবীড়ভাবে এই ক্লুলেস হত্যাকান্ডের তদন্ত শুরু করি এবং জেলা পুলিশ এই ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করি। সেই সাথে এই হত্যাকান্ডে জড়িত ৪জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বি-কয়া এলাকার দুলাল খানের ছেলে রবিউল খান(২১), একই এলাকার রমজান মন্ডলের ছেলে হাকিম মন্ডল(২০) ও পাংশা উপজেলার আশুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে হাসিব খান(২০)। এর আগে গত ৮ই আগস্ট এ মামলার প্রধান আসামী মাহফুজ মন্ডল (২১)কে গ্রেফতার করা হয়।
নিহত জান্নাতুল নেছা(১৯) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের বাসিন্দা। গত চার বছর আগে পাশের উপজেলা বালিয়াকান্দিতে বিয়ে হলেও এক বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সে এক সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করতো।
পুলিশ সূত্রে জানা যা, গত ৪ঠা জুলাই রাত থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। নিখোঁজের ১২ দিন পর গত ১৭ই জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকার সিরাজ মন্ডলের পাট ক্ষেতের ভেতর থেকে একটি মরদেহের মাথার খুলি, চুল ও হাড়সহ বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ এসে মরদেহের কঙ্কাল উদ্ধার করে।
মরদেহের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ, পায়ের স্যান্ডেল, পরিহিত জামা ও ওড়না দেখে পরিবারের লোকজন মৃত জান্নাতুল নেছাকে শনাক্ত করে। পরে এ ঘটনায় গত ১৮ই জুলাই জান্নাতুলের মা নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।