ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে জেলা প্রশাসন-পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মদিন
  • রফিকুল ইসলাম/মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৯-০৬ ১৫:৩৫:৪০

রাজবাড়ীতে জেলা প্রশাসন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখায় যৌথ আয়োজনে গতকাল ৬ই সেপ্টেম্বর বিকালে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে।

 এ উপলক্ষে বিনোদপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নির্মল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

 এছাড়া বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি ও জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক লিটন শিকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী পৌর শাখার আহবায়ক ধীরেশ চক্রবর্তী দোদো ও রাধা গোবিন্দ জিওর মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বক্তব্য দেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।

 আলোচনা সভায় বক্তারা বলেন, দুষ্টের দমন আর সৃষ্টের পালনে মন্ত্র নিয়ে মানুষকে রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ তেমনি একজন অবতার। যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন। আমাদের সমাজেও দুষ্টদের প্রতি খেয়াল রেখে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে।

 বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সমৃদ্ধশালী। এরই ধারাবাহিকতা বজায় রেখে সবার সঙ্গে সম্পর্ক অক্ষুন্ন রেখে চলতে হবে। একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বসূলভ আচরণ বজায় রাখতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আমাদের সবাইকে অটুট থাকতে হবে। রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলনে আমরা কখনও অসাম্প্রদায়িক চেতনাকে কলুষিত হতে দেব না। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 আলোচনা সভা শেষে ভক্তবৃন্দের নিয়ে মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বড়পুল মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ