ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে লক্ষীকোল হরিসভা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সুজন বিষ্ণু
  • ২০২৩-০৯-০৬ ১৫:৩৭:৩২

শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গতকাল ৬ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী শহরের লক্ষীকোল হরিসভা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর গীতাপাঠ করেন বিকাশ কুমার সরকার।

আলোচনা সভায় রাজবাড়ী জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক জয়দেব কর্মকারের সভাপতিত্বে এবং শ্রীকান্ত বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্য রাখেন । এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব গনেশ মিত্র, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার কর, শ্যামল পোদ্দার ও হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহাসহ প্রমুখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তরা বলেন, আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। পৃথিবীতে যখন পাপ বেড়ে গিয়েছিল তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। 

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী তরুণ-তরুণী বিভিন্ন সাজে সেজে ঢোল-ঢাকে শ্রীকৃষ্ণকে স্বাগতম জানান ভক্তরা।

 
কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ