হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার পাংশা হাইওয়ে(গান্ধিমারা) থানার ওসি এএসএম আসাদুজ্জামান। গতকাল ৭ই সেপ্টেম্বর ফরিদপুর কার্যালয়ে মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করায় সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদুজ্জামানের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দেন। এ সময় হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।