ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী ও উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-১০ ১৫:১৩:২১

 রাজবাড়ীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও উপ-সহকারী  প্রকৌশলী(সিভিল) মোঃ কবিরুল আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। 

এসব অনিয়মের অভিযোগ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলীসহ গণপূর্ত বিভাগের ভূক্তভোগী ঠিকাদারবৃন্দ।

রাজবাড়ীতে থেকে এই দুই প্রকৌশলীকে অবিলম্বে অপসারণসহ অনিময় ও দুর্নীতির অভিযোগ সমূহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 গতকাল ১০ই সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পেশ করেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের ঠিকাদারবৃন্দ। এ সময় এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।

 অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) মোঃ কবিরুল আলম অর্থের বিনিময়ে নিজস্ব ঠিকাদার নিয়োগ করেন। রাজবাড়ীর ২৫০ শয্যা হাসপাতালের সিসিটিভি ক্যামেরার কাজ সম্পূর্ণ না করে চূড়ান্ত বিল পরিশোধ করেছেন। সেখান থেকে তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন। সপ্তাহে মাত্র দুই দিন অফিস করা এবং অফিসে যথাসময়ে উপস্থিত না থাকা, জাতীয় শোক দিবসসহ জাতীয় কোন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

 এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী মোঃ কবিরুল আলম দীর্ঘ ১২ বছর রাজবাড়ীতে চাকুরীরত। স্থানীয় ২/৩ জন নিজস্ব ঠিকাদারের যোগসাজস করে তিনি ঠিকাদারী কাজ করেন থাকেন। 

 রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ীর সাধারণ মানুষ ও ঠিকাদারবৃন্দ আমার কাছে এসেছিল। দুই প্রকৌশলীর বিরুদ্ধে আসা এসব অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রাজবাড়ীর জেলা প্রশাসককে অনুরোধ করেছি।

 রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গণপূর্ত বিভাগের ঠিকাদার হেদায়েত আলী সোহরাব বলেন, রাজবাড়ীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ কবিরুল আলমের  বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত চাই। তাকে রাজবাড়ী থেকে অপসারণ করে এসব অভিযোগ তদন্ত করে চাকুরী থেকে বরখাস্ত করা হোক।

 জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ বেশ কয়েকজন ঠিকদার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ কবিরুল আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা সেগুলোর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

 এ বিষয়ে বক্তব্য নিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের কার্যালয়ে গেলে দেখা যায় তিনি তার কক্ষে নেই। পরে তাকে ফোন করা হলে তিনি বলেন আমি বাঙলোতে আছি। কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে আধাঘন্টা অপেক্ষা করার পর তিনি তার কক্ষে আসেন।

 এরপর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমি প্রকল্প বাস্তাবায়ন কাজের জন্য মাঠে থাকি। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ