ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ীতে সুষ্ঠ ও দ্রুত বিচার নিস্পত্তির লক্ষ্যে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-১১ ১৫:২৬:২৯

সিভিল ও ক্রিমিনাল রুলস্ এন্ড অর্ডারসের বিধান মোতাবেক মামলা ও মোকদ্দমার সুষ্ঠ ও দ্রুত বিচার নিস্পত্তির লক্ষ্যে রাজবাড়ীতে দ্বিতীয় অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সম্মেলনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সিভিল সার্জন, ১ম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল আদালতের অন্যান্য বিচারকগণ, সংশ্লিষ্ট  বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সিনিয়র আইনজীবীগণ অংশগ্রহণ করেন।

 সম্মেলনে সিভিল রুলস্ এন্ড অর্ডারস (ভলিয়ম-) এর ৯২৮(২), ৯২৯ এবং ক্রিমানাল রুলস্ এন্ড অর্ডারস (ভলিয়ম-) এর ৪৮০ ও ৪৮২ নং রুরের বিধান মোতাবেক মামলা ও মোকাদ্দমা সুষ্ঠ ও দ্রুত বিচার নিস্পত্তি লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

 সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া, বিচারাধীন মামলায় সকল সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা, ডাক্তার সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া, সিআইডি ও পিবিআই এর তদন্ত রিপোর্ট দ্রুত আদালতে দাখিল, দেওয়ানী মোকদ্দমায় সরকারের জিপি ও ভিপি কৌশুলীর জবাব দেওয়া ও সাক্ষীর পরীক্ষা দ্রুত করা, আদালতের অবকাঠামোর উন্নয়নের জন্য গণপূর্ত বিভাগকে পদক্ষেপ নেওয়া ও আদালতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করেন।

 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ