ভিক্ষাবৃত্তি হলো সহজ কাজ, এ কাজে লাগে না কোন দক্ষতা বা যোগ্যতা। যে কারণে দিন দিন বাড়ছে মৌসুমী ভিক্ষুকের সংখ্যা। এই ভিক্ষুকের সংখ্যা বর্তমানে রাজবাড়ীতে প্রতিদিনই বেড়েই চলেছে।
জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট, লঞ্চ ঘাট, রেলস্টেশন, রাজবাড়ী শহরের কোর্ট চত্ত্বর, বাজার, বিপনী বিতান ও বিভিন্ন মসজিদের সামনে দেখা মিলছে এসব ভিক্ষুকদের।
রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের জরিপের তথ্য মতে জেলায় মোট ভিক্ষুক রয়েছে ১২৩৮ জন। তাদের মধ্যে জেলা সদরে ২৯০জন, কালুখালীতে ২১৬ জন, বালিয়াকান্দিতে-১৪১জন, গোয়ালন্দে ৩৯৬ জন, এবং পাংশায় ১৯৫ জন ভিক্ষুক রয়েছে। এর আগে ২২৭ জন ভিক্ষুককে সুবিধা প্রদান করা হলেও ২০২২-২০২৩ অর্থ বছরে আরো নতুন করে ২৩ জন ভিক্ষুককে সুবিধা প্রদান করা হয়।
রাজবাড়ী কোর্ট চত্ত্বরে ছোট একটা মাইক বাজিয়ে ভিক্ষারত অবস্থায় কথা হয় ভিক্ষুক বাদশা মিয়ার সাথে, সে জানায় দিনভর ভিক্ষা করে ৭০০/৮০০ টাকার মতো আয় হয়, সেটা দিয়ে কোন রকম সংসার চলে। প্রথমে এ পেশা শুরু করি গোয়ালন্দের দেবগ্রাম থেকে এখন রাজবাড়ীর বানীবহে বাড়ী করে থাকি এবং কোর্ট চত্ত্বরে এসে ভিক্ষা করি।
কালুখালী থেকে আসা আরেক নারী ভিক্ষুক রাবেয়া বলেন, কালুখালী থেকে ভিক্ষা করতে করতে রাজবাড়ী কোর্ট চত্ত্বরের দোকান গুলোতে ভিক্ষা করছি। দিনে ভিক্ষা করে ৫০০/৭০০ টাকার মতো আয় হয়। আজ ৫/৬ বছর যাবত এ পেশায় আছি।
জেলা ভিক্ষুক পুর্নবাসন কমিটির সদস্য ও এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু বলেন, সরকার অথবা উন্নয়ন প্রতিষ্ঠানগুলো ভিক্ষুকদের কোন কাজে প্রশিক্ষণ দিতে পারলে ধীরে ধীরে ভিক্ষুকের হার কমে যাবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস বলেন, ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য জেলার সব কয়টি ইউনিয়নে এনজিওর মাধ্যমে প্রথমে জরিপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্যাশ(অর্থ) প্রদান করা হয়। তিনি তাদের প্রতিষ্ঠিত করা সামগ্রীসমূহ কিনে সেটা ভিক্ষুকদের বিতরণ করেন বলে জানান এই কর্মকর্তা।