ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে এক মণ পাট বিক্রি করে মিলছে এক কেজি ইলিশ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৯-১৬ ১৫:১১:০১

রাজবাড়ীতে পাট যেন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কাঙ্খিত দাম না পেয়ে হতাশ চাষীরা। গ্রামে একটা সময় কৃষক পাট বিক্রি করে ইলিশ মাছ কিনে বাড়ী ফিরতো। কিন্তু বর্তমান পাটের দাম কম আর ইলিশ মাছের দাম অধিক হওয়ায় কৃষক এখন আর পাট বিক্রি করে ইলিশ কিনতে পারে না।

 জেলার কৃষকেরা জানান, চলতি মৌসুমে পুরোদমে পাট বিক্রি শুরু হয়েছে। পাট বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন তারা। প্রতিমণ পাট বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে অভিযোগ তাদের। মণপ্রতি তাদের লোকসান গুণতে হচ্ছে ৫০০ টাকা। একমন পাট বাজারে বিক্রি হচ্ছে মান ভেদে ১৬০০ থেকে ১৮০০টাকা। সেখানে এককেজি সাইজের একটিও ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে।

 পাট চাষীরা জানান, বর্তমানে একমণ পাটের উৎপাদন খরচ হয়েছে তিন হাজার টাকা। বাজারে যা বিক্রি হচ্ছে তাতে প্রতিমণ পাটে তাদের লোকসান ১০০০ হাজার থেকে ১২০০ টাকা। এছাড়া এবছর বৃষ্টি কম হওয়ায় পানি নেই খালবিলে। ফলে পাটের গুনগত মানও খারাপ হয়েছে অন্য বছরের তুলনায়। এছাড়া পানি না থাকায় অন্য বছরের চেয়ে পাটের উৎপাদন খরচ বেড়েছে। তাই চাষীদের দাবী সরকার পাটের দাম কমপক্ষে তিন হাজার টাকা নির্ধারণ করে দিলে কৃষক বাঁচবে।

 তবে কৃষি বিভাগ বলছে, চলতি বছরে বৃষ্টি না হওয়ায় চাষীরা সেচের পানিতে পাট জাগ দিয়েছে। এজন্য পাটের গুনগত মান খারাপ হয়েছে। এছাড়া সেচের উপর নির্ভর করায় অন্য বছরের তুলনায় পাটের খরচ বৃদ্ধি  পেয়েছে।

 বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে পাট বিক্রি করতে আসা নটাপাড়া গ্রামের কৃষক লিটন মন্ডল বলেন, প্রতি মণ পাটে ৬০০ টাকার বেশি লোকসান হচ্ছে। শ্রমিকের অতিরিক্ত দাম, জমি থেকে অনেক দূরে পাট জাগ দেওয়া, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে আমাদের লোকসান হচ্ছে।

 আরেক কৃষক শ্রীকান্ত রায় বলেন, আমাদের প্রতি মণ পাট উৎপাদনে খরচ হয়  প্রায় তিন হাজার টাকা। বর্তমানে বাজার মূল্য দুই হাজার ২০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত। রাজবাড়ীতে এ বছর পাটের তেমন ভালো ফলন হয়নি বলে দাবীও তার।

 রাজবাড়ী সদর উপজেলার বেজকোলা গ্রামের কৃষক আনোয়ার শেখ বলেন, পাট চাষ সবচেয়ে পরিশ্রমের কাজ। এ বছর পাট পচানোর যে সমস্যা হয়েছে সেটি অবর্ণনীয় কষ্ট। দীর্ঘদিনে পাট অধিদপ্তর নামে একটি অকার্যকর অধিদপ্তর রয়েছে। তারা কৃষকদের কোন পরামর্শ দেয়নি। পাট থেকে আঁশ বের করার কোন পদ্ধতি বের করতে পারেনি সরকার। রিমন রেটিং পদ্ধতি কোন কাজে আসেনি। সব মিলিয়ে পাটচাষীদের এ বছর বড় ক্ষতি হয়েছে।

 রাজবাড়ী বাজারে পাট বিক্রি করতে আসা কৃষক জাহিদ, সবুর, আক্কাস বলেন, পাটের দাম নেই। এক মণ পাট বিক্রি করলেও এক কেজি ইলিশ হচ্ছে না। আমরা কৃষকরা পাট চাষ করে এবার ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকার আমাদের দিকে দেখুক। তারা পাটের একটি নির্দিষ্ট দাম ঠিক করে দিক। সিন্ডিকেটের কারণে বাজারে পাটের দাম নেই।

 বালিয়াকান্দির জামালপুর বাজারে কৃষকদের থেকে সরাসরি পাট ক্রয় করেন মোল্লা ট্রেডার্সের ব্যবসায়ী মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, পাটের দাম গত বছরের থেকে কম। এই দামে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা মিলে বেশি দামে পাট দিতে পারছি না। যদি ব্যবসায়ীরা পাট ক্রয় করে গুদামজাত না করতেন তবে পাটের দাম আরও কম হতো।

 রাজবাড়ী পাট বাজারের আড়তদার পদ্মা ট্রেডার্সের মালিক বশির আহমেদ বলেন, পাটের দাম গত বছরের তুলনায় এ বছর কম। মান ভেদে ১৬০০ টাকা থেকে ২০০০ টাকা প্রতিমণ পাট বিক্রি হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের এক মণ পাট উৎপাদন করতে ৩ হাজার টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে পাটের দাম না থাকায় আমরাও বেশি দামে কিনতে পারছি না।

 রাজবাড়ী বাজারের আরেক আড়তদার আক্কাস আলী মিয়া ট্রেডার্সের মালিক আব্দুর রশিদ বলেন, প্রতি হাটেই পাটের দাম কমে যাচ্ছে। গত সপ্তাহে ২০০০ থেকে ২২০০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা। ডলার সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে পাটের দামে প্রভাব পড়ায় প্রান্তিক চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 রাজবাড়ী জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ীতে প্রায় ৫০হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় এক হাজার হেক্টর বেশি। এ বছর পাটচাষে কৃষকদের ক্ষতি হচ্ছে। অনেক কৃষক উৎপাদন খরচ পর্যন্ত পাচ্ছেন না। আমরা পাট চাষে কৃষকদের নিরুৎসাহিত করছি। পাটের পরিবর্তে ধান চাষে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। সেই সাথে ধান চাষে আমরা কৃষকদের প্রণোদনা দিচ্ছি।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ