ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে বিভিন্ন বাজারে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-১৯ ০৫:২২:১৯

প্রতিশ্রুত পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিষ্ঠানগুলো রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী বাজারের বিশাল ডিপার্টমেন্টাল স্টোর, বাণীবহ বাজারের মানিক স্টোর ও মাটিপাড়া বাজারের মেসার্স হালিমা মেডিকেল হল। 
এর মধ্যে প্রতিশ্রুত পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে বিশাল ডিপার্টমেন্টাল স্টোরকে ৫শত টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মানিক স্টোরকে ১হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স হালিমা মেডিকেল হলকে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ