ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে এসডিসি শিক্ষাবৃত্তি পেল ৭জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৯-২০ ১৭:০৬:১২

রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোলে আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের ৭জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব(এসডিসি)।
  গতকাল ২০শে সেপ্টেম্বর সকালে বিদ্যালয়টির হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ এসব শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব ও সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনি উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথী।
 উল্লেখ্য যে, গত ৯ই সেপ্টেম্বর এ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর সেখান থেকে বাছাইকৃত ১২ জনকে নিয়ে নেওয়া হয় একটি মৌখিক পরীক্ষা। এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয় ৭জনকে। এই ৭জনকে আগামী ১বছর ব্যাপী ৬হাজার টাকা প্রদান করা হবে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ