ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হ্যালো এইচপি আ্যাপস্ ইনষ্টলেশন ক্যাম্পেইন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-২৪ ২৩:৪৯:৪৯

 রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানায় গতকাল ২৪শে সেপ্টেম্বর বিকালে হ্যালো এইচপি মোবাইল আ্যাপস্ ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 আহলাদীপুর হাইওয়ে থানা ভবনের ২য় তলায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও যানবাহনের চালকরা এবং বসন্তপুর, গোয়ালন্দ মোড়, খানখানাপুর, গোয়ালন্দ, দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
 হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের সহযোগিতায় জমজমাট ভাবে কমিউনিটি পুলিশিং-এর এই সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল মামুদ, ঢাকা হাইওয়ে পুলিশের হেড কোয়ার্টারের এএসআই ইমদাদুল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা জানান, হ্যালো এইচপি মোবাইল আ্যাপস্ এ হাইওয়েতে ঘটে যাওয়া যেকোন বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট(যেমন- রাস্তা বন্ধ, যানযট, বিকল্প রাস্তা ইত্যাদি) থাকবে। এছাড়া ভাড়ার তালিকা, ব্রীজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এ অ্যাপস্।ে জরুরী সাহায্য বাটন চেপে হাইওয়েতে যেকোন পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশ প্যাট্রোল টিমের কাছে সাহায্য পাওয়া যাবে। অ্যাপস্ েহাইওয়ে পুলিশ হোড কোয়ার্টার্সের উর্দ্ধতন কর্মকর্তাসহ রিজিয়ন ভিত্তিক সকল সিনিয়র অফিসার ও হাইওয়ে থানার নম্বর সমূহ দেয়া থাকবে। মহাসড়ক সংলগ্ন ও নিকটবর্তী সকল হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশনসমূহের মোবাইল নম্বরও পাওয়া যাবে।
 উল্লেখ্য, আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলামমের সর্বোত্রক প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হওয়ায় সকলেই তার প্রশংসা করেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ