ঢাকা শনিবার, আগস্ট ২, ২০২৫
ডেঙ্গু ও করোনা একসাথে ছড়াচ্ছে প্রতিরোধে; সকলকে সচেতন হতে হবে---জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৫ ১৪:৫৩:২২

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ১৫ই জুন সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) মাজহারুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বক্তব্য রাখেন।
 সভার শুরুতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ডাঃ মোঃ নূরুল ইসলাম তালুকদার, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আফিফা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, রাজবাড়ী বন বিভাগের সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন তালুকদার, জেল সুপার এনামুল কবির, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ অন্যান্য কর্মকর্তারা তাদের স্ব-স্ব দপ্তরের কার্যবিবরণী তুলে ধরেন।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বলেন, বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সেই সাথে নতুন করে আবার করোনা ভাইরাস সংক্রামিত হচ্ছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। সবার বাসা-বাড়ী, অফিস, আদালতের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথায় বেশি দিনের পানি জমতে দেওয়া যাবে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের মাস্ক পড়তে হবে। লোকসমাগম এড়িয়ে চলতে হবে। আমাদের জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য ইতিমধ্যেই ৩০ হাজার কিটের চাহিদা পাঠানো হয়েছে। এছাড়াও সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা মোকাবিলায় সবধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দেশে ডেঙ্গু ও করোনা একসাথে ছড়াচ্ছে। ডেঙ্গু ও করোনা প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করতে হবে। জনসমাগম এলাকা এড়িয়ে চলতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে। 
 তিনি আরও বলেন, জেলার মানুষের বিনোদনের জন্য গোদার বাজার পদ্মার পাড়ে পর্যটন স্পট করা হয়েছে, শিশু পার্ক আধুনিকায়নের কাজ করা হয়েছে। এছাড়াও আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে।
 পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, তথ্য অধিকার আইন জোরদারকরণের লক্ষ্যে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে সভা, জেলা পন্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভা, জেলা পরিবার পরিকল্পনার মাসিক সভা, জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।

 

রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরমান আলীর দাফন সম্পন্ন
ড্রেনেজ সমস্যায় নাকাল রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দারা
জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
সর্বশেষ সংবাদ