রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী গতকাল ১লা আগস্ট বিকেলে কালুখালী সরকারী কলেজের অডিটোরিয়ামে উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী মঞ্চে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতাসহ ৪জনের বিএনপির দলীয় সদস্য ফরম পূরণ করেন।
এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যর মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম আকুল, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মানিক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু একটি দলীয় আনুষ্ঠানিকতা নয় এটি জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও গভীর করার একটি সুযোগ। এটি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে তুলবে। বক্তারা নেতৃবৃন্দের দলীয় নির্দেশনা মোতাবেক ফরম পূরণ ও নবায়নের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিরব বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে কালুখালী উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে দলীয় ফরম বিতরণ করা হয়।