বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা ও রোগমুক্তি কামনায় গতকাল ১লা আগস্ট সন্ধ্যায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানের বিআরইএল’র কার্যালয়ে পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডঃ মোঃ নূরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোঃ ফেরদৌসুর রহমানসহ জেলা জামায়াতে ইসলামী, পৌরসভা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, সিলেটের কৃতি সন্তান জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যেকোনো দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে বাইপাস সার্জারি প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২রা আগস্ট আমীরে জামায়াতের বাইপাস সার্জারী হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব আজ বড় প্রয়োজন। আমীরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমীরে জামায়াতকে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমীন।
দোয়া মাহফিলে জামায়াতে আমীরের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন।