বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরবান আলীর দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ১লা আগস্ট বাদ জুম্মা কলেজ পাড়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিউ কলোনী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত ৩১শে জুলাই রাজধানীর ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আরবান আলী ওরফে আরমান কমিশনার পৌরসভা ৯নং ওয়ার্ড বিনোদপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। আরমান কমিশনার রাজবাড়ী পৌরসভার ৩বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
কলেজ পাড়া পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাযাতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আরমান কমিশনার এই অঞ্চলের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। ছোট বেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের পাশাপাশি বাড়ী হওয়ার কারণে ছোটবেলায় সকাল-বিকাল, রাত আমরা একসঙ্গে চলাফেরা করেছি। আমাদের বেড়ে ওঠা একসঙ্গে। শৈশবকাল থেকেই আমরা একসঙ্গে ঘুরতাম। নানান ঘটনা, নানান স্মৃতি নিয়ে আমাদের সম্পর্ক। এতো তাড়াতাড়ি আরবান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে আমি কখনো ভাবিনি। আমরা দোয়া করবো আল্লাহ যেনো তাকে বেহেশত নসিব করেন।
জানাযাতে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আরমান কমিশনারের অসংখ্য শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম দেওয়ান।