রাজবাড়ীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, অতিরিক্তি পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাউদ্দিন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সি উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালিয়াকান্দি উপজেলার বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য যে, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামীতে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। এর আগে গত ২৪শে সেপ্টেম্বর সকালে ৩দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে রাজবাড়ী জেলার ৫টি উপজেলা থেকে বিজয়ী ১০টি দল অংশগ্রহণ করে।