ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৯-২৭ ১৫:৪৪:৫৭

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র সিনহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় বক্তাগণ রাজবাড়ী জেলায় শারদীয় দূর্গা পূজা কয়টি মন্ডপ করা হবে, সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হবে, জেলা পূজা উদযাপন পরিষদের কি কি সহযোগিতার প্রয়োজন হবে, জেলাবাসী সকলে যাতে সম্মেলিতভাবে শারদীয় দূর্গা উৎসব উপভোগ করতে পারে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ