॥ রাজবাড়ী জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি (আরটিসি)-এর উদ্যোগে গতকাল ১লা অক্টোবর বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী বিআরটিএ’র সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মোঃ এমরান খান, রাজবাড়ী বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ জাফর হাসান, পুলিশ পরিদর্শক মোঃ এসরাকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান হাসান ও সহ-সাধারণ সম্পাদক দিদারুল হক প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা ও উপজেলা পর্যায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী রেজিঃ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে, রুট পারমিট সম্পর্কিত ও মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল সম্পর্কিত আলোচনা করা হয়।
এছাড়া সভায় রাজবাড়ী জেলায় কোন প্রকার ট্রাক টার্মিনাল না থাকায় পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকগুলো রাস্তার পাশে অবস্থান করে। ফলে সাধারণ জনগণের পথ চলাচলের সমস্যাসহ যানযটের সৃষ্টি হচ্ছে। পদ্মাসেতু চালু হলেও রাজবাড়ী জেলার বাসগুলো পদ্মাসেতু দিয়ে চলাচলের জন্য রুট পারমিট পাচ্ছেনা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে বিশেষ করে থ্রি-হুইলার, অটোরিক্সা, মাহিন্দ্র, নছিমন, করিমন এবং অযান্ত্রিক যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেযেছে। এছাড়া রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌর এলাকার বাইরে সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সা অনিয়মতান্ত্রিকভাবে চলাচল করার ফলে উল্লেখিত স্থানসমূহে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানসহ মোবাইল কোর্ট পরিচালনা অভিযান আরো জোরদার করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।