সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন জাতের সবজীর বীজ বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এই সবজীর বীজ বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।