ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
বালিয়াকান্দিতে নদীর খাস জমি দখলকে কেন্দ্র করে শ্রমিকলীগ নেতা আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা
  • সোহেল মিয়া
  • ২০২৩-১০-১৮ ০০:০০:৪২

গড়াই নদীর খাস জমিকে কেন্দ্র করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজন (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা।
  নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে। গত ১৫ই অক্টোবর দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানান নিহতের বড় ভাই আব্দুর রহমান। খাস জমির বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
 আব্দুর রহমান জানান, নিহত আজিজ মহাজন গত ১৫ই অক্টোবর রাত ৭টার দিকে পাশ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটর সাইকেলে বাড়ীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে বাঁশ ফেলে গতিরোধ করে ভূমিদস্যুরা। এরপর তাকে রড দিয়ে প্রথমে কোনাগ্রাম গ্রামের ভূমিদস্যু শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি(৩০) তার মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ সময় কোনাগ্রাম গ্রামের জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল(২৬) ও মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজন (৩০)সহ আরো ৭/৮ জন তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।
 এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা ছুঁটে এলে তারা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। তার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন সেখানকার চিকিৎসক। এরপর রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। খুব দ্রুতই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
 উল্লেখ্য, নারুয়ার কোনাগ্রামে গড়াই নদীর জেগে ওঠা চর দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভূমিহীন ও ভূমিদস্যুদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সরকার ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত দিলেও স্থানীয় প্রভাবশালী শাহাদত হোসেন ও তার দলবল সেটি দখল করতে বাধা দেয়। বন্দোবস্ত নিয়েও ভূমিহীনরা দখলে যেতে না পারায় তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেন তারা।
 ভূমিহীনদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদশর্ন শেষে প্রশাসন একটি মামলা দায়ের করেন। তাতে শাহাদত হোসেনসহ তার দলের অনেককেই ভূমিদস্যু হিসেবে চিịিত করেন। শাহাদত হোসেনের বিরুদ্ধে আরো ৫টি মামলা বিচারাধীন রয়েছে।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ