ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৮ ১৬:০১:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল সংযোগ স্থাপন(ইডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন।
 এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পাংশা উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর নামফলক উন্মোচন করেন।
 পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী জাকির হাসান, পিআইও মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহবুবা আক্তার হিরাসহ জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুস্তম আলী।
 পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান জানান, উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের চতুর্থ তলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মিত হবে।

 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ