রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ কামরুল ইসলাম।
গতকাল ১২ই মে বিকেল ৫টার দিকে তিনি পুলিশ সুপার কার্যালয়ে এসে যোগদানের পর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীবের কাছে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিদায়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীবের কাছে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থল ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করেন।
এদিকে নবাগত পুলিশ সুপার নিজ কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানায় জেলা পুলিশের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নবাগত পুলিশ সুপার জেলার সকল পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন।
জানা গেছে, রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ৩৩তম পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার বাড়ী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।
উল্লেখ্য, গত ৮ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের এআইজি কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(পুলিশ সুপার)হিসেবে বদলি করা হয়।
এদিকে ২৫তম বিসিএস(পুলিশ) ক্যাডারের কর্মকর্তা বিদায়ী রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করে গতকাল ১২ই মে পর্যন্ত ৮ মাস ৪দিন দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি রাজবাড়ী জেলায় যোগদান করে সফলতার সাথে জেলায় পুলিশিং কার্যক্রম পরিচালনা করেন। রাজবাড়ী জেলায় তার কর্মকালীন সময়ে ক্লুলেস হত্যাকান্ডসহ বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার, হারানো মোবাইল উদ্ধার, অবৈধ অস্ত্র-গুলি, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই-ডাকাতি রোধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামীদের গ্রেফতার ও নিয়মিত মামলার আসামীদের গ্রেপ্তার করে সুনাম অর্জন করেন।