সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা (৩৪)কে পুলিশ গ্রেফতার করেছে।
গত ১১ই মে কালুখালী থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লবপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর রহমান মোল্লা রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের মোঃ ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ই ফেব্রুয়ারী ভোর রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম ও মিতুল হাকিমের নির্দেশে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্টান্ডে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর যানবাহনের চলাচলের বাঁধা সৃষ্টি করে সরকার বিরোধী ষড়যন্ত্র করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছিলো। এ সময় পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে মামলার ১নং আসামীকে পুলিশ গ্রেপ্তার করে ও এজাহারনামীয় অন্যান্য আসামীসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী পালিয়ে যায়।
এ সময় আসামীদের ফেলে যাওয়া লিফলেট ও ৫টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালুখালী থানায় গত ১০ই ফেব্রুয়ারী ৯জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গত ১১ই মে রাতে সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকতা মামলায় বিশেষ ক্ষমতা আইনে মিজানুর রহমান মোল্লাকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১২ই মে আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।