ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
বসন্তপুরে সরকারী নির্দেশ অমান্য করে ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-২৪ ০০:৫৩:১২

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফসলী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে।

 এসব মাটি ইটভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করা হচ্ছে। ফসলী জমি থেকে বেকু ও ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা নিষিদ্ধ থাকলেও প্রভাবশালীদের কারণে এ আইনের প্রয়োগ হচ্ছে না। যাদের দেখার কথা তারাও দেখেও না দেখার ভান করে চলছে। ফলে দিনদিন এলাকায় ফসলী জমি হ্রাস পাচ্ছে। 

 হাটজয়পুর, বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা, বাজিতপুর, রঘুনাথপুর প্রভৃতি গ্রাম ঘুরে ড্রেজার মেশিন ও বেকু দিয়ে ফসলী জমি থেকে মাটি উত্তোলনের দৃশ্য দেখা গেছে।

 গতকাল ২৩শে অক্টোবর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বড় ভবানীপুর মোল্লাডাঙ্গী গ্রাম থেকে দুই কিলোমিটার পাইপের মাধ্যমে শহীদওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে মাটি ভরাট করা হচ্ছে। ড্রেজার মেশিনের পাইপ দিয়ে জয়পুর ক্লাব এলাকায় পাকা সড়ক গর্ত করে রাস্তা ড্রেজার পাইপ লাইন বসানো হয়েছে। ফলে যেকোন সময় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

 স্থানীয় বাসিন্দা বাবলু জানান, প্রভাবশালী ড্রেজার মেশিন চালকদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ড্রেজার মেশিন মালিকদের মধ্যে ইলিয়াছ, মোমিন, রমজানের নাম রয়েছে। তারা দিবারাতে মাটি উত্তোলনের কাজ করছে। 

 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীম ইয়াছমীন জানান, তদন্তপূর্বক অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে তা জানা যায়নি। 

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ