শারদীয় দুর্গোৎসবের নবমীতে গতকাল ২৩শে অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
জানা গেছে, সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ নিজাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, এনায়েত হোসেন জাকির, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, পৌর কাউন্সিলর মোঃ ফজলুল হক, মোঃ আলাউদ্দিন মৃধা, কার্তিক ঘোষ, সাবেক কাউন্সিলর কোমল কুমার সাহাসহ জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, দেশে যারা অশান্তি সৃষ্টি করছে আমার বিশ্বাস মা দূর্গা এ চক্রান্ত নস্যাৎ করবেন। অশুভ শক্তি বিন্যাস হবে আমাদের শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা সব সময় শান্তির পক্ষে এ দেশের জনগন কোন অপশক্তির দলকে সমর্থন করে না। যারা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে এ দেশের জনগন সমর্থন এবারও করবেনা। আমার বিশ্বাস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। দেশে অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
তিনি হরিজন পল্লীর দুর্গাপূজার মন্ডপে পরিদর্শনকালে বলেন, আমাদের সমাজে হরিজন সম্প্রদায়ের লোকজন এক সময় অবহেলার শিকার হতো। বর্তমান সরকার তাদের জন্য নানা রকম সুবিধা দিয়েছে। তাদের টাকার স্বল্পতা থাকলেও তাদের মন ও মানসিকতা অনেক বড়।