ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
গোয়ালন্দে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যবেক্ষণে ছিল পৌরসভার টিম
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১০-২৫ ১১:৫৭:১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছে পৌরসভার ১০ সদস্য বিশিষ্ট একটি টিম। 

 ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোয়ালন্দ পৌরসভার প্রত্যেকটি মন্দিরে সার্বক্ষনিকভাবে কাজ করে টিমের সদস্যরা। এ পর্যবেক্ষণ টিমের নেতৃত্ব দেন গোয়ালন্দ পৌরসভার উচ্চমান সহকারী রুহুল আমিন। 

 এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের গোয়ালন্দ পৌরসভার একটি মনিটরিং টিম প্রত্যেক মন্দিরে মন্দিরে কাজ করেছে। তারা দুর্গাপূজা উপলক্ষে গোয়ালন্দ পৌরসভার ১৬টি মন্দিরে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে এবং পূজায় সার্বিক নিরাপত্তার সকল তথ্য আমার কাছে প্রেরণ করেন। আমি মনে করি পৌরসভার ১০ সদস্য বিশিষ্ট টিমটি যে ভাবে কাজ করেছে তাতে পূজার আয়োজকরা কিছু হলেও শঙ্কা মুক্ত ছিলেন।

 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ