ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
রাজবাড়ীতে জেন্ডার সেন্সিটাইজেশন ও দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-১০-২৬ ১৪:৪৯:৪৩

রাজবাড়ী জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রামের(সেএইপ) আয়োজনে গতকাল ২৬শে অক্টোবর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে সামাজিক প্রচার কর্মসূচীর অংশ হিসেবে জেলা পর্যায়ের দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সেএইপ প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক উপ-সচিব ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি।

 এছাড়া অন্যান্যের মধ্যে রাজবাড়ী টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের কনসালটেন্ট মোঃ জিল্লুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগন, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ কর্মশালা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ভবিষ্যতে উন্নত বিশে^র উপযোগী করে নিজেদের আগামী প্রজন্মকে স্মার্ট করে গড়ে তুলতে হলে শিক্ষার সাথে সম্পৃক্ত বিষয়ে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নাই। আর সেই জন্যই সরকার অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেএইপ) প্রকল্পের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর কারণ আমাদের দেশের নাগরিকরা অধিকাংশ ক্ষেত্রে বিদেশে যখন কাজ করতে যায় তখন তাদের দক্ষতা না থাকার কারণে অন্য দেশের দক্ষ কর্মীর তুলনায় পারিশ্রমিক অনেক কম পায়। আবার বিদেশে চাকুরীর ক্ষেত্রেও অন্য দেশ দক্ষতা না থাকার কারণে আমাদের নাগরিকদের তাদের দেশের ভালো ভালো সেক্টরে নিতে চায় না। আজ আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই আমাদের দেশের নাগরিকরা দক্ষতা না থাকার কারণে শুধু অধিকাংশ ক্ষেত্রে নিম্নমানের কম বেতনের কাজ করছে। অথচ ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের দক্ষতা থাকার কারণে তারা অনেক বেশী বেতনের কাজ করছে। দেশে বিদেশে অন্যদের সাথে নিজেদের প্রতিযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে সব কাজে প্রশিক্ষণে আমাদের আরো বেশী দক্ষতা অর্জন করতে হবে। আর এরই মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। 

 উল্লেখ্য যে, জেলা পর্যায়ের দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালায় বিভিন্ন সরকারী, বেসরকারী, সামাজিক, ব্যবসায়ী, উন্নয়নমূলক সংগঠন ও সাংবাদিকসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ
কারাগারে যাওয়ার আগে জামায়াত নেতার সাথে সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর করমর্দন
সর্বশেষ সংবাদ