ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের ইন্তেকাল
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-১০-২৯ ০৭:০৮:১১

অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মোঃ সিরাজুল ইসলাম(৬৫) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

 গত ২৭শে অক্টোবর দিনগত রাত ৮টায় ঢাকার গ্রীণ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়ী ফেরার পথে তিনি মারা যান। 

 মৃত সিরাজুল ইসলাম রাজবাড়ী শহরের কলেজপাড়া এলাকার মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

 গতকাল ২৮শে অক্টোবর বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার আরএসকে স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ ও দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন।

 জানাযাতে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লাসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। পরে রাজবাড়ী পৌর ভবানীপুর দুই নম্বর পৌর কবর স্থানে তাকে দাফন করা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ