ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে রাজবাড়ী আওয়ামী লীগের শান্তি সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-১০-২৯ ১৭:২৫:৩০

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড, নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর দুপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করে।
 জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, ফখরুজ্জামান মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ বক্তব্য দেন। 
এ সময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, গতকাল বিএনপি সমাবেশের নামে ঢাকায় জ্বালাও পোড়াও করেছে। তারা একজন কর্তব্যরত পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে। কয়েকটি বাসে ও পুলিশ হাসপাতালের এ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তারা এদেশে আবার সন্ত্রাসী কর্মকান্ড কায়েম করতে চায়। তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। এদেশের জনগন এখন হরতাল মানেনা।
 তিনি আরও বলেন, এ দেশের জনগণ এখন বিএনপিকে সমর্থন করেনা। জনগন আগুন সন্ত্রাসের পক্ষে নেই। তারা এখন ন্যায়ের পক্ষে রয়েছে। শেখ হাসিনার পক্ষে রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখা হাসিনাকে জয়ী করতে আমাদের নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে। শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপির আগুন সন্ত্রাস বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ